রাঙামাটিতে শান্তি সমপ্রীতি ও উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই

কাপ্তাইয়ে জনসভায় দীপেন দেওয়ান

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, রাঙ্গামাটিসহ বৃহত্তর পার্বত্য জেলায় শান্তি সমপ্রীতি ও উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। তিনি বলেন, বিগত ১৫ বছর দেশে কোন ভোট হয় নাই। মানুষ ভোট দিতে পারে নাই। এখন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবার পরিবেশ তৈরি হয়েছে। ভোটের মাধ্যমে মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ধানের শীষ মার্কাকে বিজয়ী করে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গতকাল সোমবার কাপ্তাই জেটিঘাটে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপরোক্ত বক্তব্য রাখছিলেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং ইয়াছিন মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, মো. রহমত উল্যাহ, মো. দিলদার হোসেন প্রমুখ।

দীপেন দেওয়ান বলেন, ধানের শীষ শুধু পহাড়ের প্রতীক নয়, এটি সারা বাংলাদেশের প্রাণের প্রতীক। সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার জন্য। তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করলে ধানের শীষ এই এলাকার মানুষকে অবশ্যই মনে রাখবে এবং মূল্যায়ন করবে। প্রচার প্রচারনা এবং গণসংযোগে অবহেলা ও অলসতা করলে ফল ভালো হবেনা বলেও তিনি সতর্ক করেন। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি আবার প্রচারনায় কাপ্তাই আসবেন বলেও সভায় ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধমীর হেলালের সমর্থনে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভা
পরবর্তী নিবন্ধঅসুস্থ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে