রাঙামাটিতে লরির ধাক্কায় প্রাণ গেল তিন সিএনজি যাত্রীর

চকরিয়ায় সিএনজি উল্টে যুবক নিহত ।। হাটহাজারীতে কারের ধাক্কায় নারীর মৃত্যু

রাঙামাটি, চকরিয়া ও হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

রাঙামাটিচট্টগ্রাম সড়কে একটি মালবাহী লরির ধাক্কায় সিএনজি টেক্সিটিসহ লরিটি খাদে পড়ে গেলে টেক্সিতে থাকা তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাঙামাটিচট্টগ্রাম সড়কে জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর আগের দিন রাতে সাড়ে ১২টার দিকে চকরিয়ার চিরিঙ্গাবদরখালীমহেশখালী সড়কের কোরালখালী এলাকায় সিএনজি টেক্সি উল্টে এক যুবক প্রাণ হারান। এদিন রাত প্রায় ১টার দিকে হাটহাজারীনাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়ি পুকুরপাড় সংলগ্ন এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক গুরুতর আহত হন। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারীনাজিরহাট মহাসড়কের এনায়েতপুর বালুরটাল নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় আমাতুল করিম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ২ নম্বর ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েত ভান্ডার বাড়ির মৃত কবির আহম্মদ ডাইভারের স্ত্রী। নিহতের ছেলে কায়সার তার মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দৈনিক আজাদীর রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিচট্টগ্রাম সড়কে মালবাহী লরির ধাক্কায় নিহত তিন সিএনজি যাত্রী হলেন নবীন হোসেন (৫০), মো. হানিফ (৪৫) ও মো. সোহেল (২১)। আহতরা হলেন যাত্রী সৈকত চাকমা (২২) ও সিএনজি চালক মো. নূর আজিম (২৫)। আহত দুইজনের অবস্থা আশক্সক্ষাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাঙামাটি শহর থেকে একটি যাত্রীবাহী সিএনজি টেক্সি রাঙামাটিচট্টগ্রাম সড়ক হয়ে কাউখালী উপজেলার ঘাগড়াবাজার যাচ্ছিল। এসময় চট্টগ্রামগামী একটি মালবাহী লরি সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং সিএনজিসহ লরিটি প্রায় ৪০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে সিএনজির তিন যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও একজন হাসপাতলে আনার পরপরই মারা গেছেন। আহত দুইজনকে আমরা চিকিৎসা দিয়েছি এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। গুরুতর আহত নূর আজিমকে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়ে চট্টগ্রাম পাঠিয়েছি।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়েছে। আমরা লরির মালিককে খুঁজে পেয়েছি। চালকের পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। আশা করছি শীঘ্রই তাদের আইনের আওতায় আনতে পারব।

চকরিয়া প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গাবদরখালীমহেশখালী সড়কের কোরালখালী এলাকায় সিএনজি টেক্সি উল্টে কাজি তৌফিক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি টেক্সি চালকসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তৌফিক কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা গ্রামের কাজী বাড়ির কাজী জাহিদ হোসেনের ছেলে। তিনি পেশায় চিকিৎসা যন্ত্রাংশ মেরাতের টেকনিশিয়ান ছিলেন। তৌফিক বদরখালী হাসপাতালের যন্ত্রাংশ মেরামতের জন্য ঢাকা থেকে চকরিয়ায় নেমে সিএনজি টেক্সি করে বদরখালী যাচ্ছিলেন।

ভাতিজার কথা বলতে গিয়ে নিহত তৌফিকের চাচা জাকির হোসেন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তৌফিক পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সন্তান সম্ভবা। এভাবে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সিএনজি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামে এক যুবক মারা যান। আহত সিএনজি চালক ও অপর এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গভীর রাতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২৯) নামের এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে হাটহাজারীনাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়ি পুকুরপাড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নাজিরহাটমুখী (ঢাকা মেট্রো২১৩৫০৪) ট্রাকটি উল্লেখিত স্থান অতিক্রম করার সময় রাস্তার পশ্চিম পাশ থেকে অপর একটি ট্রাক (চট্ট মেট্রো১১০৩০৪) সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাজিরহাটমুখী ট্রাকটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দিলে নাজিরহাটমুখী ট্রাকটি রাস্তার পূর্ব পাশে চলে যায় এবং অপর ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক আটকা পড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী থেকে রাতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার আনিস গণমাধ্যমকে জানান, গুরুতর আহত ট্রাক চালকের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বলে জেনেছি। তিনি ওই এলাকার মো. সুবহানের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ সীমান্তে মর্টার শেল ও গুলির শব্দ
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে পৌর মেয়রের মামলা