রাঙামাটিতে যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

‘ডেভিল হান্ট’

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্টে’ সনাতন যুব পরিষদের জেলা সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হিন্দু ধর্মীয় সংগঠন সনাতন যুব পরিষদের রাঙামাটি জেলা সভাপতি, যুবলীগ কর্মী অজিত শীল (৪২) ও যুবলীগ কর্মী মানস মজুমদার।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে অপারেশন ডেভিল হান্টে অজিত শীলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিকালে মানস মজুমদার নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভূমি কর্মকর্তার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধজাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা