রাঙামাটিতে মেয়রসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রাঙামাটি পৌরসভার নির্বাচনে মেয়রসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন অফিস। হলফ নামায় অসত্য তথ্য দেয়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং ঋণখেলাপি হওয়ায় ২নং সংরক্ষিত আসনে সোমা বেগম পূর্ণিমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। তবে মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ মামুন, জাতীয় পার্টির প্রজেস চাকমা ও বিপ্লবী ওয়াকার্স পার্টির আবদুল মান্নান রানা। এছাড়া ৪৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ১৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। সেখানেও সন্তুষ্ট না হলে কোর্টে আপিল করতে পারবেন।
আগামী ২৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষদিন, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় মোট ভোটার ৬২ হাজার ৯১৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৪২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৬৭১ জন। মোট ভোট কেন্দ্র ৩১টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ২০১টি। উল্লেখ্য, রাঙামাটিতে প্রথমবারের মতো এবার ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সাকিবরা
পরবর্তী নিবন্ধমনোনয়ন বাতিল, বান্দরবানে আপিল করতে হবে ৩ কাউন্সিলর প্রার্থীকে