রাঙামাটিতে মাস্ক ব্যবহারে সচেতনামূলক অভিযান

হেলমেট না পরায় ১২ মামলা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:০১ পূর্বাহ্ণ

রাঙামাটিতে মাস্ক ব্যবহার করার জন্য সচেতনামূলক অভিযান চালিয়েছে পুলিশ। করোনা প্রাদুর্ভাব ঠেকাতে জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় প্রাণহানী কমাতে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের রিজার্ভ বাজারধীন নতুন বাস স্টেশন, দোয়েল চত্বর ও বনরুপাতে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি কোতোয়ালী থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম, রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. ইসমাইল, কোতোয়ালী থানার এসআই ওসমান গণি, ট্রাফিক সার্জেন্ট পরবিল কুমার নাথ।
এসময়, রিজার্ভ বাজারের নতুন বাস স্টেশন এলাকায় ৯ জন, দোয়েল চত্বরে ১ জন ও বনরুপাতে ২ জন সহ মোট ১২ জন হেলমেট বিহীন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে ৯২ এর (১) উপধারায় মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. ইসমাইল।

পূর্ববর্তী নিবন্ধকপোত খেলাঘর আসরের সাংস্কৃতিক আয়োজন
পরবর্তী নিবন্ধচৌধুরীহাটে শিক্ষা উপকরণ বিতরণ