রাঙামাটিতে ময়লার স্তুপ থেকে কেজি স্কুলে আ’গুন

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ২:০৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলা শহরের কে কে রায় সড়কে হিল পয়েন্ট নামে একটি কেজি স্কুলে আগুনের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৭ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, কেজি স্কুলের পাশের ময়লার স্তুপ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঘটনার দিন রোববার স্কুলটি বন্ধ ছিল। মুহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় ক্ষয়ক্ষতি নেই।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় জনতা আগুন নেভিয়ে ফেলেছেন। আগুন তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই।

এদিকে, ফায়ার সার্ভিসের পানি ছিটানোর গাড়িটি সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বলেন, প্রথমত রাস্তাটি সরু। তারমধ্যে রাস্তার উপরে দোকানের মালামাল রাখায় ও দড়ি ঝুলানোর কারণে গাড়ি ঢুকতে বেগ পেতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
পরবর্তী নিবন্ধনগরীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬