পার্বত্য জেলা রাঙামাটিতে ঘন কুয়াশা ও শীতল বাতাসে জেঁকে বসেছে শীত। গত রোববার থেকে জেলায় শীতের তীব্রতা বেড়েছে। রোববার দুপুরে সূর্যের দেখা মিললেও গতকাল সোমবার পুরো দিনে সূর্যের আলো দেখা মেলেনি জেলার কোথাও। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি ভুগছে প্রান্তিক মানুষ।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত রোববার থেকে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (গতকাল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার তাপমাত্রা ছিল ১২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (আজ) জেলাতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, ঘন কুয়াশা ও শীতের কারণে সকাল থেকে জেলা শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম দেখা দিয়েছে। শহরের সিএনজি টেঙি চলাচল করলেও বেশির ভাগ সিএনজিতে যাত্রী কম।
জেলা শহরের তবলছড়ির বাসিন্দা সৈকত রঞ্জন চৌধুরী বলেন, সকালে ছেলেকে দুইটা জ্যাকেট পরিয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছি। যেভাবে কুয়াশা পড়ছে মনে হচ্ছে, যেন বৃষ্টি হচ্ছে। মো. হাবিব নামে এক শ্রমিক বলেন, শীতে ঘরে থাকা কষ্ট হচ্ছে যাচ্ছে, কাজ করব কীভাবে। সকালে টুকিটাকি কয়েকটা কাজ করে চায়ে দোকানে বসে চা খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই।
জেলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্য সি নু মারমা বলেন, পাহাড়েরও শীতের তীব্রতা বাড়ছে। সোমবার ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটিতে ১১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আগামী ৪ হতে ৫ দিন পর্যন্ত শীতের তীব্রতা বেশি বাড়তে পারে বলে জানান তিনি।












