রাঙামাটিতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী-বিজিবি

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

গত কয়েকদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাউখালীর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার কয়েকশ মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। তবে গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত কমায় উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। গতকাল দুপুরে আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনী রাঙামাটি জোনের মেজর ফুয়াদ আল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ৩০০ জনের মাঝে খাবার প্যাকেট বিতরণ করে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, গতকাল কাউখালী আর্মি ক্যাম্পের আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের মধ্যে প্যাকেট খাবার বিতরণ করা হয়। ভবিষ্যতে রাঙামাটি জোনের সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, গতকাল জেলার বাঘাইছড়ি উপজেলায় বন্যায় কবলিত হয়ে আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধীনে উপজেলা সদরের মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া দেড় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়। এ কার্যক্রমে মারিশ্যা জোনের উপঅধিনায়ক মেজর নোমান আল ফারুক এবং মেডিকেল অফিসার মেজর গাজী মোহাম্মদ হাসান চিকিৎসা সেবা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু