রাঙামাটিতে পাহাড় ধসে ৫টি দোকান খাদে

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:০১ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে পাহাড় ধসে ৫টি দোকান ভেঙে খাদে পড়ে গেছে। গতকাল সোমবার রিজার্ভ বাজার আব্দুল আলি একাডেমির সামনে এ ঘটনা ঘটে। গত কয়েক দিনের টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ধসে পড়েছে বলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে। দোকান বন্ধ থাকায় কোন প্রাণহানি ঘটেনি। তবে দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার বেশি মালামালের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে বিকট শব্দ করে দোকানগুলো পড়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। গত কয়েকদিন ধরে দোকানগুলোর নিচ থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছিল। তাই তারা কেউ দোকান খুলেনি। তাছাড়া লকডাউনের কারণে দোকানীরাও দোকানে দেরিতে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, দোকানগুলো কাঠের খুঁটির উপর নির্মিত ছিলো। বৃষ্টির কারণে নিচের দিকে মাটি সরে গিয়ে অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় ছিলো।
সকালে মুড়মুড়িয়ে মালামাল ভর্তি পাঁচটি দোকান ভেঙে অন্তত একশো ফুট নীচে চলে যায়। এই ঘটনার সাথে সাথেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।
দোকানের ভাড়টিয়ারা জানান, ২০১৭ সালের পাহাড় ধসের সময় দোকানগুলোর সামনের দিকে ফাটল ধরে জরাজীর্ণ হয়ে যায়। দোকান মালিককে দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের জন্য বললেও সংস্কার করেনি। আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, সকাল ১০টার দিকে আমাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫টি দোকান ধসে পড়ে যায়। আমরা ঘটনা স্থলে এসে পরিদর্শন করে দেখি এখানে কেউ হতাহত হয়নি।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি। যে দোকানগুলো পড়ে গেছে তার উপরের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ। বর্তমানে আমরা রিজার্ভ বাজার এলাকায় কোন ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছি। ঘটনাস্থলে কয়েকজন পুলিশ সদস্যকে দায়িত্বে রেখেছি।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, জেলা ত্রাণ কর্মকর্তা মো. রোকরুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধজেনারেটর সংকটে চালু হয়নি বিআইটিআইডির আইসিইউ
পরবর্তী নিবন্ধবিরোধী পক্ষের অপপ্রচারের পাল্টা জবাব দেয়ার তাগিদ