রাঙামাটিতে দায়ের কোপে খুন

রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ৫:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির মগবানে ধারালো দায়ের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বাসিরাম তংচঙ্গ্যা(৬০)। তিনি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকার বাসিন্দা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৪ জুলাই) রাতে বাসিরাম তংচঙ্গ্যাকে তার বাসার অদূরে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়।

পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এরপর নিহতের স্বজনরা পুলিশকে না জানিয়ে প্রশাসনের অগোচরে নিহতের মরদেহ ঐ এলাকার দেবতাছড়িস্থ শ্মশানখোলায় দাহ করার জন্য নিয়ে গেলে স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পারে কোতোয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ। পরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহতের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। তারা পাঁচ ভাইয়ের মধ্যে এর আগেও ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।

এদিকে, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির গরুবাহী ট্রাকচালক হত্যায় গ্রেপ্তার দুই ভাই
পরবর্তী নিবন্ধবান্দরবানে আলোচিত সিক্স মার্ডার মামলায় গ্রেফতার প্রধান আসামী কারাগারে