রাঙামাটিতে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়ে বহিষ্কৃত হলেন আওয়ামী লীগের অমর

পৌরসভা নির্বাচন

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ অপরাহ্ণ

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দেকে দল হতে বহিষ্কার করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক জরুরি বৈঠকে সংগঠনের সকলের সম্মতিক্রমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
রাঙামাটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে দুইজন প্রার্থী আছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অন্য প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে। কিন্তু আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ও দলের বিপক্ষে গিয়ে পৌর নির্বাচন করছেন অমর কুমার দে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর জানান, শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দেকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে অমর কুমার দে বলেন, “আমাকে জেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করার এখতিয়ার জেলা আওয়ামী লীগের নেই। কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো সদস্যকে বহিষ্কার করা যায় না। এটি একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ ক্ষমতা রাখে।”
তিনি নির্বাচনে সরব থাকবেন এবং বিদ্রোহী নয় বরং বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বলে দাবি করেন।
তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘জুয়াড়ি’ সন্দেহে স্টেডিয়াম এলাকায় আটক ৩ ভারতীয় নাগরিক
পরবর্তী নিবন্ধবাজার থেকে ফেরার পথে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত