রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী পুনরায় জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২২ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাড. মামুনুর রশিদ মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট।
বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে পৌরসভার ৩১টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৩ হাজার ৭৩২ যা মোট ভোটের ৫৩ ভাগ।
একই সাথে রাঙামাটি পৌর নির্বাচনে ৩টি সংরক্ষিত ওয়ার্ড ও ৯টি সাধারণ ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডে করিম আকবর, ৩নং ওয়ার্ডে পুলক দে, ৪নং ওয়ার্ডে নুর নবী, ৫নং ওয়ার্ডে বাচিং মারমা, ৬নং ওয়ার্ডে রবি মোহন চাকমা, ৭নং ওয়ার্ডে মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা, ৯নং ওয়ার্ডে সন্তোষ কুমার চাকমা।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে জোসনা বেগম, ২নং ওয়ার্ডে নির্মলা দেওয়ান ও ৩নং ওয়ার্ডে জুবাইতুন নাহার।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী রাঙামাটি পৌরসভায় মোট ৬২ হাজার ৩৯৭ ভোটার রয়েছেন। তাদের মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৫০ জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।