রাঙামাটিতে জেলা পুলিশের মিনি ম্যারাথন ও হ্যান্ডবল

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে ‘সমপ্রীতি মিনি ম্যারাথন ও সমপ্রীতি হ্যান্ডবল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথন শুরু হয়ে রাঙামাটি মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে রাঙামাটি একই ভেন্যুতে সমপ্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন। এ সময় ডিএমপির উপপুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সমপ্রীতির এক শক্তিশালী প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, যা সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। সমপ্রীতি হ্যান্ডবল ম্যাচে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সমন্বিত স্কুল দল প্রতিদ্বন্দ্বীতা করে। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৮২ গোলে জয়লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ৯৩ রানে অপরাজিত মুশফিকুর রহিম
পরবর্তী নিবন্ধটানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান ট্র্যাজেডির নায়িকা লরা উলভার্ট