রাঙামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে গীতাপাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সজলানন্দ গিরি মহারাজ, নিতাই নুপুর দাশ ব্রহ্মচারী ও পুরোহিত রনধীর চক্রবর্তী। সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোতাছের বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম। সভায় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ মুৎসুদ্দী, জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির আহ্বায়ক দেবু চক্রবর্তী, সদস্য সচিব মিশু দে প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় রাঙামাটির বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ বিভিন্ন বয়সী নারী–পুরুষ অংশগ্রহণ করেন।