রাঙামাটিতে উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে পাঁচদিনব্যাপী উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২০ শুরু হয়েছে। গত ২৫ অক্টোবর রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা ও হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক সুমন।
এতে প্রশিক্ষক হিসেবে আছেন উপস্থাপক মো. আক্তারুজ্জামান ও রেজাউর রহমান রিজভী। কোর্সে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ৭০ জন আবেদন করেন। সেখান থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে ১৪ জনকে নির্বাচন করা হয়।
আজ বিকালে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হবে। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সঙ্গে উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স আয়োজনে ছিল রাঙামাটি জেলা পরিষদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কালচার হেরিটেজ ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিম নার্সিং শিক্ষার্থীকে অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধমানবতার পরিবারের বর্ষপূর্তি