রাঙামাটিতে আন্তঃজেলা চোরের সন্ধান

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ৩:৪৭ অপরাহ্ণ

আন্তঃজেলা মোটরসাইকেল চোরের সন্ধান পেয়েছে রাঙামাটির পুলিশ। বিভিন্ন সময়ে মোটর-সাইকেল চুরির অভিযোগে চারটি চোরাই মোটর-সাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (৭ এপ্রিল) দুপুরে কোতোয়ালী থানা চত্বরে গ্রেফতার আসামি ও চোরাইকৃত মোটরসাইকেল প্রদর্শন ও থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে গ্রেফতার আসামিরা হলো- মো. ওমর ফারুক (২৮), মো. আমির (৩৪), রীতিময় চাকমা (৩৯), মো. জুয়েল উদ্দিন ও মো. এরশাদ(৪০)। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম জানান, আমরা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে চোর চক্রের সদস্যদেরও গ্রেফতার করেছি।

এরই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোরাইকৃত মোটরসাইকেল চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা ভিআইপি সড়কে ভেঙে পড়লো দুই গাছ
পরবর্তী নিবন্ধদাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, হাটহাজারীতে শিশুর মৃ’ত্যু