রাঙামাটিতে আগুনে পুড়ল ২০ বসতঘর

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটিতে আগুনে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে শহরের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হওয়ার পর তীব্র বাতাসের কারণে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যায়। পরে রাঙামাটি জেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও সাধারণ জনগণের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই প্রায় ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় একজন যুবক আগুনের তাপে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের রহমান, মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের চাল, ঢেউটিন ও নগদ অর্থসহ সার্বিক সহোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে গঠিত বিদ্যমান ট্রাস্টি বোর্ডই বৈধ পর্ষদ’
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে কাটা পড়েছে ওয়াসার পাইপলাইন