রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

আজাদী অনলাইন | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১:৪১ অপরাহ্ণ

রাঙামাটি শহরের একটি মার্কেটে আগুন লেগে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা।

ঘটনার পরে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রাঙামাটি জেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, ইসমাইল হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ২৩ লাখ টাকাসহ ঢাকায় আটক কক্সবাজারের সার্ভেয়ার
পরবর্তী নিবন্ধর‌্যাব পরিচয়ে প্রতারণা, বায়েজিদে গ্রেফতার ৬