রাঙামাটিকে ১০ উইকেটে হারালো লক্ষ্মীপুর

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর খেলায় লক্ষ্মীপুর ১০ উইকেটের বড় ব্যবধানে রাঙামাটিকে পরাজিত করেছে। কন্টিনেন্টাল কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় টসে জিতে রাঙামাটি প্রথমে ব্যাট করতে নামে। ৩১.২ ওভার খেলে মাত্র ৭০ রানে তারা অল আউট হয়ে যায়। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ১৯ থেকে। এছাড়া ১২ রান করে সংগ্রহ করে তিন ব্যাটার সবুজ দাশ,ইয়াসিন শাকিল এবং পারভেজ হাসান। এছাড়া তামিম ১০ রান করে। বাকিরা কেউই দু’অংকের ঘরে পৌঁছাতে পারেনি। লক্ষ্মীপুরের পক্ষে ২টি করে উইকেট নেয় অনন্য কুমার,মো. শাহাদাত এবং ইফতিহার হোসেন। ১টি উইকেট পায় মিহাদুল ইসলাম। জবাবে লক্ষ্মীপুর ৭ ওভার খেলে বিনা উইকেটে ৭২ রান তুলে নেয়। ওপেনার আবুল হাসনাত ৪১ এবং মুগ্ধ দাশ ২১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে জমা হয় ১০ রান।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়দের জ্ঞাতার্থে