রাঙামাটি সদর উপজেলায় অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক সচেতনতামূলক মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
গতকাল রবিবার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাঙামাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের অস্থায়ী ভবনে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক সচেতনতামূলক এ মহড়া চালানো হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা জানান, আগুনের মতো দুর্ঘটনায় উঁচু ভবনে জান-মাল রক্ষাসহ নিরাপত্তার বিষয়ে সচেতনতা করতেই এ মহড়া চালানো হয়েছে। তিনি জানান, মহড়ার বিষয়ে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের কাছ থেকে এ বিষয়ে সেবা (প্রশিক্ষণ) নিতে পারেন। আমরা তার ব্যবস্থা করবো। মহড়া চলার সময়ে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।