রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে নিহত ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার করেছে।
ইউপিডিএফ জানিয়েছে, গুলিতে নিহত নির্মল খীসা (৩২) রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নের তৈ–চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে হত্যাকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে জেএসএসের কোনো বক্তব্য জানা যায়নি।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে।’ প্রসঙ্গত, গত ১২ মার্চ (বুধবার) বিকালে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রূপবান বাজারে কমল বিকাশ চাকমা নামে জেএসএসের কর্মীকে গুলি করে হত্যা করা হয়।