স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী সালমা আফরিন অমি, তারভীর আহমেদ, পুষ্পিতা দাশ, মো. কাওসিন ওয়াহিন।
এসময় তারা বলেন, দীর্ঘ ১০ বছর পার হলেও রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। এটা আমাদের জন্য লজ্জার। আমরা এই মেডিকেল থেকে মানসম্মত শিক্ষা পাচ্ছি না। তাছাড়া রয়েছে আবাসন সংকট, শিক্ষকদের জন্য নেই আবাসিক সুবিধা। একসাথে শুরু হওয়া দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলো আজ নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছে। আমাদের বেলায় কেন এই বৈষম্য।
যতদিন স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে না ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ২০১৪ সালের ৮ জানুয়ারি রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবনে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ।