রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ শহরের ৪ টি পরীক্ষা উপ- কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ৫,২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৯০০ জন উপস্থিত ছিল এবং উপস্থিতির হার ৯৩%। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামে পবিত্র হিজরি নববর্ষ ও মহররম মাসের ফজিলত ও তাৎপর্য
পরবর্তী নিবন্ধভবিষ্যতের জন্য সময় জমিয়ে রাখা যায় ‘সময় ব্যাঙ্কে’!