রাঙামাটি পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৭:৫৮ অপরাহ্ণ

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে রাঙামাটি পৌঁছেছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলার জন্য ১৮ হাজার ডোজ করোনাভ্যাকসিন গ্রহণ করে সিভিল সার্জন ডা.
বিপাশ খীসা রাঙামাটি জেলা ইপিআই সেন্টারে ফ্রিজাপ করে রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. মারুফ হাসান, সহকারী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বিপাশ খীসা জানান, এসব ভ্যাকসিন ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পরপরই ইপিআর স্টোরে রাখা হয়েছে।
দ্বিতীয় চালানে রাঙামাটিতে ১৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।
সিভিল সার্জন আরও জানান, রাঙামাটিতে প্রথম চালানে ১২ হাজার ভ্যাকসিন পাওয়া গিয়েছিল। চাহিদা বেশি হওয়ায় চট্টগ্রাম থেকে আরো কিছু ভ্যাকসিন নিয়ে আসা হয়।
আজ রাঙামাটিতে নতুন করে ১৮ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হাতে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি খুন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বিশাল তিমি দেখতে বিশাল ঢল