২০২২-২৩ সালের অর্থ বছরে রাঙামাটি জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সরকার হতে উন্নয়ন এবং সংস্থাপন ব্যয়,আপদকালীন খাতে প্রাাপ্তির প্রত্যাশায় ৮০ কোটি টাকা এবং রাঙামাটি জেলা পরিষদের নিজস্ব খাত থেকে প্রাপ্তির আশায় ৩ কোটি টাকাসহ সর্বমোট ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এ বাজেটে শিক্ষা, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, অবকাঠামো, স্বাস্থ্য ও পর্যটনসহ মোট ১৩টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, সদস্য বিপুল ত্রিপুরা প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিষদের চেয়ারম্যান বলেন, রাঙামাটি জেলাকে সমৃদ্ধ ও উন্নয়ন করতে একটি মহাপরিকল্পনা করা হয়েছে। এর জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে ১২শত কোটির একটি প্রকল্প জমা দেয়া হয়েছে। এই কাজটি করতে পরিষদের প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর পাশাপাশি লুসাই পাহাড়ে পর্যটন কেন্দ্র করার লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এই পাহাড়টি ক্রয় করা হয়েছে। এটি তাদের পরিকল্পনার মধ্যে আছে। তার পাশাপাশি চিড়িয়াখানাকে আরো উন্নত এবং আধুনিকায়ন পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে হ্যাচারী এলাকায়। যেখানে মহাপরিকল্পনা প্রণয়ন গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা দুই থেকে তিনটি স্থান চিহ্নিত করেছি এবং সেখানেই পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।