রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ২:০৭ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটি সদর উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি মারী স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম চৌধুরী, নির্মল বড়ুয়া মিলন, হৃদয় চাকমা। ৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দ্বৈত ও একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয় মুজাদ্দেদী আল ফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির অগাস্টের সেরার লড়াইয়ে তিন পেস বোলার
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত বলে জানালেন লিটন