ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে রাঙামাটির কাউখালী ও খাগড়াছড়ির জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাউখালীতে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরাম এই সমাবেশ করে। সমাবেশ থেকে ইউপিডিএফের জামিনে ছাড় পাওয়া নেতাকর্মীদের জেল গেট থেকে পুনঃগ্রেপ্তার বন্ধ, ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, পিসিপি নেতা কুনেন্টু চাকমাসহ জেলেবন্দি নেতা–কর্মী, সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি পরিষদ (পিসিপি) কাউখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুজেস চাকমার সঞ্চালনায় এবং গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি থুইনুমং মারমা সভাপতিত্বে বক্তব্য দেন কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক নিকন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক রত্না চাকমা।
এদিকে গতকাল সকাল ১০টার সময় খাগড়াছড়ি জেলা সদরে স্বনির্ভরের দলীয় কার্যালয় থেকে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা–কর্মী–সমর্থকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া, উপজেলা, কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ–এর সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ক্যামরন দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।