মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের মুদীরছড়া গ্রামের রাখাইন সম্প্রদায়ের হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান। উপজেলা প্রশাসন আয়োজিত সপ্তাহের প্রতি বুধবারের আয়োজন গণশুনানি ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহ্ফুজুর রহমান বলেন, উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের দূরত্ব থাকায় দূরবর্তী ইউনিয়নের হতদরিদ্র, অসহায় দুস্থ নাগরিকদের পক্ষে সবসময় উপজেলা পরিষদে আসা সম্ভব হয়না। এ কারণে সেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় ছোট মহেশখালী ইউনিয়নে গণশুনানি শেষে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।












