রাকিবের ভাবনায় এখন কেবলই ভুটান ম্যাচ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপে অসাধারণ এক ম্যাচ জিতেছে বাংলাদেশ। গতকাল বাঁচামরার লড়াইয়ে পরিণত হওয়া ম্যাচটিতে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন রাকিব হোসেন। শেষ পর্যন্ত ৩১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে এই জয়ের আনন্দে ভাসলেও পা মাটিতেই রাখতে চান রাকিব। কারণ সেমিফাইনালে খেলার অনেকটাই নির্ভর করছে ভুটানের বিপক্ষে ম্যাচের ওপর। লেবাননের বিপক্ষে হার ভুলে বাংলাদেশের খেলায় পরিবর্তনের ছাপ ছিল লক্ষ্যণীয়। মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। রাকিবও জানালেন সে কথা। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও গোল করতে চান এই ফরোয়ার্ড। রাকিব বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম গোল করলাম আমি। আর সে সাথে ম্যাচটাও জিতেছি। তাই বেশি ভালো লাগছে। আসলে আগে আমি লং বল খেলতাম। এখন পাসিং ফুটবল খেলছি। বিল্ড আপ খেলছি। বলা যায় আমাদের পুরো দল বদলে গেছে। আক্রমণাত্মক ফুটবল খেলছি এখন আমরা। তাই জিতেছি। তবে এই ম্যাচ জিতে বেশি আনন্দ করতে চাই না। কারন সামনে ভুটানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা আগে জিততে চাই। তারপর পরের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে কিছুদিন ইনজুরিতে ছিলেন রাকিব। লেবাননের বিপক্ষে ম্যাচে সুযোগ পাননি একাদশে। তবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে অবশ্য সুমন রেজার বদলী হিসেবে তাকে একাদশে খেলিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই ফরোয়ার্ড বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে জয় এসেছে। সতীর্থরা আমার ওপর ভরসা রেখেছে। আমি নিজের চেষ্টা মত খেলতে পেরেছি। তবে গোল করতে পেরে সবচাইতে বেশি ভাল লাগছে। এখন ভুটানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ। আর সে চ্যালেঞ্জ জিততে চাই। কারন সেমিফাইনাল খেলতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। আমরা আগে এই ম্যাচটি জিততে চাই। তারপর অন্য পরিকল্পনা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ফরহাদাবাদ ইউনিয়ন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধগ্লোবাল টি-টোয়েন্টি লিগে সানি লিওনের দলে সাকিব