কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হলেন মিগুয়েল ডিয়াজ ক্যানেল। ২০১৮ সালে ৬০ বছর বয়সী ডিয়াজ ক্যানেলের কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল কাস্ত্রো। এবার দলেরও নেতৃত্বে এলেন তিনি। শুক্রবার রাউল কাস্ত্রো কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে এক ভাষণে রাউল বলেন, তিনি তীব্র ইচ্ছাশক্তি এবং সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় পরিপূর্ণ নবীন প্রজন্মের কারও হাতে নেতৃত্বের ভার তুলে দিতে চান। ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে কিউবার তৎকালীন সরকার উৎখাতে নেতৃত্ব দেন ফিদেল কাস্ত্রো। এতে তার কমান্ডার হিসেবে ছিলেন ছোট ভাই রাউল কাস্ত্রো।