চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন চৌধুরী (৭০) গতকাল রবিবার বিকাল ৪ টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …… রাজিউন)। তিনি স্ত্রী, ২কন্যাসহ গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম নামাজে জানাজা রবিবার হযরত মিছকিন শাহ (রহঃ)’র মাজার সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। আজ সোমবার মরহুমের মরদেহ আনা হবে তার বাড়ি রাউজানের এয়াছিননগরে। সেখানে ফকিরটিলা ঈদগাহ ময়দানে সকাল ১১ টায় ২য় দফা জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে বলে তার আত্মীয় স্বজন জানান। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ।