রাউজানের ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ৮:৩৯ অপরাহ্ণ

দৈনিক আজাদী অনলাইন পোর্টালে ‘রাউজানে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাচার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে ২৮ এপ্রিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদুল আলম মুরাদ।

সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের গশ্চি গ্রামের বাসিন্দা, প্রবাসী নুরুল আমীন আমার আপন চাচা। আমার চাচার সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, আমি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছি, চাঁদা না দেওয়ায় হামলা চালিয়েছি। যা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত সত্য হচ্ছে রবিবার সালিশি বৈঠক ছিল, সেখানে আমার চাচা উত্তেজিত হয়ে হঠাৎ ফেসবুকে লাইভে গিয়ে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে প্রচার করে। আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় পারিবারিক বিষয়টি রাজনৈতিক রূপ দিয়ে মিথ্যচার করেছেন। চাচার কাছ থেকে ভাতিজা কখনো চাঁদা দাবি করতে পারে প্রশ্ন রেখে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত। আমার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করার কুমানসে দৈনিক আজাদী প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে আমার মানহানির অপচেষ্টা করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদকে উভয় পক্ষের বক্তব্য উল্লেখ আছে। তাছাড়া চাঁদাবাজির বিষয়টি এজাহারে সুস্পষ্ট উল্লেখ আছে, এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য বা মন্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা স্কাউটসের সভা