রাউজানে ৭৫ লিটার চোলাই মদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গুনিয়া পৌরসভা এলাকার মৃত এজলাস মিয়ার কন্যা ফরিদা বেগম (৫৪) ও আবুল কাশেমের ছেলে মো. হেলাল (২৫)। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গত রোববার থানা পুলিশের একটি দল নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় কাপ্তাই সড়কে চেকপোস্ট বসিয়ে মদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (গতকাল) মাদকদ্রব্য আইনে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।












