রাউজানে ৭৫ লিটার চোলাই মদসহ দুই পাচারকারী গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

রাউজানে ৭৫ লিটার চোলাই মদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গুনিয়া পৌরসভা এলাকার মৃত এজলাস মিয়ার কন্যা ফরিদা বেগম (৫৪) ও আবুল কাশেমের ছেলে মো. হেলাল (২৫)। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গত রোববার থানা পুলিশের একটি দল নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় কাপ্তাই সড়কে চেকপোস্ট বসিয়ে মদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (গতকাল) মাদকদ্রব্য আইনে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব সাতকানিয়ার সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধঢাবি শিক্ষকের অশালীন ছবি প্রকাশ, ৪ জনের বিরুদ্ধে মামলা