রাউজানে ৫ লাখ গাছের চারা রোপণের প্রস্তুতি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

আগামী ১৭ জুলাই (সোমবার) রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে পাঁচ লাখ গাছের চারা রোপণ করার কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ২০১৭ সালের মত উপজেলার সর্বস্তরের জনসাধারণকে গাছের চারা লাগানোর কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে এখন ইউনিয়ন ইউনিয়নে জনসাধারণকে নিয়ে সভা সমাবেশ করছেন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারগণ। গতকাল এই নিয়ে সভা করেছেন পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। তিনি স্ব স্ব এলাকার ইউপি সদস্যদের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ১৭ জুলাই সকাল থেকে চারা রোপণ কর্মসূচিতে অংশ নেয়ার অনুরোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেছেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের ২৩ লাখ চারা লাগানোর কর্মসূচির আওতায় এই উপজেলায় পাঁচ লাখ চারা রোপণের এই কর্মসূচি পালিত হবে এলাকার সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় দুই দিনে ২ শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির কর্মশালা