রাউজানে ৪ অবৈধ ইটভাটায় ১ লাখ ৮০ হাজার টাকার জরিমানা

রাউজান প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ১১:৫৪ অপরাহ্ণ

রাউজানে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (৯ অক্টোবর) উপজেলার জয়নগর, রাশিদাপাড়া ও কলমপতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

তিনি জানান, অবৈধভাবে জেলা প্রশাসকের অনুমোদনবিহীন স্থান থেকে মাটি কেটে ইট তৈরিতে ব্যবহারের প্রস্তুতি নেয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন আইন ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘন করায় একই আইনের ১৫ ধারা মোতাবেক মেসার্স যমুনা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (মার্কা- এস বি) নামক ইটভাটার ম্যানেজার সাজ্জাদ হোসেন চৌধুরী (৩৭), মেসার্স হজরত জলিল শাহ্ (র:) ব্রিকস (মার্কা-এফ বি বি) এর ম্যানেজার মো: ইলিয়াস (৫৫), মেসার্স আনোয়ার ব্রিকস ইন্ডাস্ট্রিজ (মার্কা৫০৫)- কে ০৩ টি পৃথক মামলায় ৫০ হাজার টাকা করে এবং মেসার্স একতা ব্রিকস (মার্কা-এ বি) নামক ইটভাটার ম্যানেজার মোঃ আবুল কালাম (৩৪) কে ০১ টি মামলায় ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি অবৈধভাবে পাহাড় কাটায় ২ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা