দক্ষিণ রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা না রাখা ও উন্মুক্ত স্থানে তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে ১০টি দোকানকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পবিত্র রমাজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উপজেলার প্রতিটি হাটবাজারে এই ধরনের অভিযান চলমান রাখা হবে যাতে কোনো ব্যবসায়ী ভোক্তাসাধারণকে জিম্মি করে অধিক মোনফা নিতে না পারে।