রাউজানে স্যালো পাম্প বিতরণ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, এই উপজেলার কৃষকরা এখন নিজেদের উৎপাদিত মাছ বাইরের বাজারেও সরবরাহ দিতে পারবে। গতকাল বৃহস্পতিবার তিনি রাউজানের কৃষকদের মাঝে স্যালো পাম্প ও মাছের পোনা অবমুক্ত করার দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি এদিন গহিরা কলেজ পুকুরে পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করার পর উপজেলার ২৫টি পুকুরে সর্বমোট ২শত ৯৩ কেজি পোনা অবমুক্ত করে উপজেলা মৎস্য বিভাগ। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আটটি ইউনিয়নের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো এলাকায় কৃষিজমি খালি রাখা যাবে না। যাদের জমি খালি রাখবে, তাদের জমিতে অন্যরা গিয়ে চাষাবাদ করবে। দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান,সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, দীলিপ চৌধুরী, সওকত হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী,নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বাবুল মিয়া, মুছা আলম খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক গ্রুপের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধপোর্ট্রেটের ৩৩ বছর পূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন