সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে ও রাউজান পৌরসভার সার্বিক সহযোগিতায় ‘যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ বিশ্বাসে’ এই স্লোগানে রাউজানে ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর এক প্রস্তুতি বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাউজান উপজেলা সদরের এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে কর্মশালায় বক্তারা বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটে, কথা বলার সাহস বাড়ে। সেন্ট্রাল বয়েজ রাউজান ৫ম বারের মতো বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে সুযোগ পাচ্ছে। সেন্ট্রাল বয়েজের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর আহ্বায়ক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর সদস্য সচিব তারেক হাসান, নোমান বিন আজিজি, আবদুল্লাহ আল রোমান, রিফাতুল ইসলাম, শরীফুল ইসলাম, মো. মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান মুবিন, মইন উদ্দিন, তানভীর হায়দার প্রমুখ।