চেতনানাশক স্প্রে ব্যবহার করে রাউজানে সাবেক এক কাউন্সিলরের ঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্র ৬ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। গত রোববার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরীর নন্দিপাড়া গ্রামের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
সামিমুল ইসলাম জানান, তার ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে চোর। এরপর ঘরের আলমিরা থেকে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। ঘরে প্রবেশ করার আগে চোর চক্র চেতনানাশক স্প্রে করে পরিবারের সকলকে ঘুম পারায়। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা চুরি করে নেয়। তিনি আরো বলেন, চেতনানাশক স্প্রের প্রতিক্রিয়ায় ঘরের প্রতিজন সদস্য দুপুর একটা পর্যন্ত ঘুমের ঘোরে অচেতন ছিলেন। ঘুম ভাঙ্গলে উঠে দেখেন আলমিরা খোলা, ঘরের টিন উপড়ে ফেলা। জানা যায়, এই কাউন্সিলরের প্রতিবেশি সাইফুল ইসলামের ঘরে চুরি করতে গ্রিল কাটার চেষ্টা হয়েছিল। তবে সেই ঘরে চুরি করতে ব্যর্থ হয়। সামিমুল ইসলাম চুরি বিষয়টি ফোনে ওসিকে জানিয়েছেন বলে জানান।












