রাউজানে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী প্রতিবাদী মিছিল

রাউজান প্রতিনিধি | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

রাউজানে জামাত শিবিরের সৃষ্ট সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাউজানের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি পালন করেন রাউজানবাসী। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এর আগে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জলিল নগর, রাউজান প্রেসক্লাবের সামনে হয়ে চট্টগ্রামরাঙামাটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সারা দেশকে রাজাকারমুক্ত করতে হবে। পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগ অংশগ্রহণ করেছে। এই স্বাধীনতার বিরুদ্ধে যারা একাত্মতা ছিল তাদের পরবর্তী বংশধরেরা আবার মাথা উচু করে দাঁড়িয়েছে। লাল সবুজের জাতীয় পতাকা রক্ষায় এখন ঘরে বসে থাকার আর সময় নাই। এসময় দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে
পরবর্তী নিবন্ধব্রডব্যান্ড ইন্টারনেট চালু