রাউজানের জগৎপুর অনাথালয় আশ্রমের ছাত্র-ছাত্রীদের গত শুক্রবার শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে সমাজসেবক শিবু প্রসাদ দত্তের সার্বিক ব্যবস্থাপনায় এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গীমাস উপদেষ্টা শিল্পী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্ত।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মানবকল্যাণ ফোরাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার। প্রধান বক্তা ছিলেন সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শম্ভু দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, লায়ন মনোতোষ মুহুরী, সাংবাদিক আবীর চক্রবর্তী, এস প্রকাশ পাল, অ্যাড. সুধীর চৌধুরী, মিনা চৌধুরী, সৌমিত্রী চক্রবর্তী, রতন ঘোষ, বাসু চৌধুরী, সুমন শীল। স্বাগত বক্তব্য রাখেন গীমাস সভাপতি অধ্যাপক পপি সাহা। গীমাসের সাধারণ সম্পাদক লাভলী দে’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিউটন দত্ত, টিটু মল্লিক, পার্থ প্রতীম ঘোষ, শিউলী পাল, বৃষ্টি বণিক, রীতা চৌধুরী, নিপা মজুমদার প্রমুখ। শুরুতে গীতাপাঠ করেন তৃষা দেবী, সঙ্গীত পরিবেশন করেন অর্পা দে। অনুষ্ঠানে ১৪৬ জন অনাথ শিশুকে শিক্ষা সামগ্রী ও শ্রীমদ্ভগবদ্গীতা উপহার হিসেবে তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।










