রাউজানে রাতে নিখোঁজ, সকালে লাশ মিলল পুকুরে

স্ত্রীর দাবি পরিকল্পিত হত্যা

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ৯:৩২ অপরাহ্ণ

রাউজান পৌরসভার এলাকার ছিটিয়াপাড়ার মৃত ছিদ্দিক আহমদের পুত্র জামাল উদ্দিনের(৪২) মরদেহ পাওয়া গেছে পুকুরে।
মুন্সির ঘাটার সূর্য সেন চত্বরে থাকা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিলিণ্ডার ভর্তি গ্র্যাস সরবরাহ দিয়ে গতকাল শুক্রবার(২২ জানুয়ারি) দোকান থেকে রাত ১০টায় পার্শ্ববতী নিজ গ্রামে বাড়িতে ফেরার কথা ছিল তার।
রাত ১১টা পর্যন্ত বাড়ি না যাওয়ায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা সারারাত তার খোঁজ করেন। বার বার ফোন করেও তার খোঁজ পাননি তারা।
আজ শনিবার (২৩ জানুয়ারি) নিখোঁজ জামাল উদ্দিনের লাশ পাওয়া যায় বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পালিত পাড়ার এক নির্জন পুকুরে।
আজ শনিবার সকালে সংবাদ পেয়ে সেই পুকুর থেকে বেলা সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
নিহত জামাল উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম থানার সামনে বসে আহজারি করতে করতে বলছিলেন, তার স্বামী গ্যাসের দোকানে চাকরি করতেন। কিনে নেয়া ভিটার জায়গা নিয়ে তার স্বামীর সাথে বিরোধ চলে আসছিল তার ভাসুর আবদুল আজিজ ও জামাল উদ্দিনের ভাগ্নে বখতেয়ারের সাথে।”
তার দাবি তারাই তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করে পুকুরে ফেলে দিয়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, লাশটি পড়ে ছিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালিত পাড়ার কালুপদ ডাক্তারের বাড়ির পেছনের সঞ্জীব পালিতের মুরগির পরিত্যক্ত খামারের সাথে থাকা নির্জন পুকুরে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জামাল উদ্দিন নেশা পান করতেন। অনেকেরই ধারণা পালিত পাড়ার নির্জন এলাকায় কারো সাথে নেশা পান করতে গেলে হয়ত কেউ নেশাগ্রস্থ অবস্থায় তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জামাল উদ্দিনের মরদেহের শরীর পানিতে থাকলেও হাত দু’টি ছিল পাড়ের মাটির সাথে।
নিহতের আত্মীয়স্বজনের দাবি, জামাল আগে নেশা করলেও এখন করে না। দুই ছেলে, এক মেয়ে সন্তানের জনক নিহত জামাল উদ্দিনের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে জানতে চাইলে থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল বলেন, “এই ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ জানা যাবে।” তিনি নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে শৈবাল দাশ সুমনের প্রচারণা
পরবর্তী নিবন্ধযাত্রামোহনের বাড়ির নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের কাছে