চট্টগ্রামের রাউজানে উপযুক্ত মেয়ের বিয়ের জন্য ৩টি গরু লালন-পালন করে বড় করেন কৃষক মো: ফরিদ ও তার স্ত্রী আয়শা।
আজ সোমবার ভোররাতে তার গোয়াল ঘর থেকে তাদের একমাত্র সম্পদ ৩টি গরু চুরি হয়েছে। এতে তাদের প্রায় তিনলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
(৮ জুলাই) সোমবার ভোররাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজীর বাড়ি মোঃ ফরিদের বাড়িতে সংঘবদ্ধ চোর এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী ফরিদ বলেন, জমিতে কাজ করতে গিয়ে পায়ে কেটে যাই। এরপর থেকে একমাস ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি। কৃষি কাজ করে কোনোভাবে সংসার চালাই। আর গরু গুলো আমার মেয়ের বিয়ে জন্য রেখেছিলাম।
তিনটি গরু চুরি হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। গরুগুলোর বর্তমান বাজারমূল্য ৩লাখ টাকা দাবি করেছেন তিনি। তাদের একমাত্র সম্বল হারিয়ে চিন্তায় পড়েছেন ফরিদ ও তার স্ত্রী আয়শা। কিভাবে মেয়ের বিয়ে দিবেন সেই চিন্তায় পড়েছেন। আর বাড়িতে চলছে কানাকাটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আমির হোসেন বলেন, ওই দরিদ্র কৃষক তার মেয়ের বিয়ে দিতে গরুগুলো রেখেছিলো বলে জানতে পারি। চুরির ঘটনায় তারা ভেঙ্গে পড়েছে।