রাউজানের পূর্বাংশের পাহাড়, টিলা ও ভূমি কেটে মাটি পরিবহনে নিয়োজিত তিনটি ট্রাক জব্দ করে তিন চালককে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় উপজেলার আইলীখীল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।জানা যায়, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তি জানতে পারে, পাহাড়, টিলা ও ভূমির মাটি কেটে একটি চক্র ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এই সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থান নেয়। এ সময় উপজেলার আইলীখীল এলাকা থেকে মাটি বোঝাই তিনটি ট্রাক জব্দ করা হয়। পরে তিন ট্রাক চালক মো. এসকান্দর, শামশুল আলম ও মোহাম্মদ পারভেজকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।












