রাউজানের সন্ত্রাস, নৈরাজ্য ও পতিত স্বৈরচারের দোসরদের গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার ছাত্র জনতা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের ডেভিলের বিরুদ্ধে অভিযান চললেও, রাউজানের ডেভিলরা এখনো এখানে সেখানে অবস্থান করে কলকাঠি নাড়ছে। রাউজানের মানুষকে ১৭ বছর হামলা মামলা দিয়ে যারা জিম্মি করে রেখেছিল সেসব ডেভিল এখনও বিভিন্ন স্থানে তৎপর রয়েছে নানা ছদ্মবেশে।
বিক্ষোভ সমাবেশ শেষে স্থায়ীভাবে রাউজান থেকে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ তা গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে তাদের আশ্বস্ত করেন।