রাউজানে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ছোট্ট আনিকা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

মায়ের সাথে রাউজানের নোয়াপাড়া কচুখাইন এলাকায় খালার বাড়িতে সামাজিক অনুষ্ঠানে বেড়াতে গিয়েছিলো রাঙ্গুনিয়ার ছোট্ট উম্মে আয়শা আনিকা (৪)। কিন্তু তার আর জীবন্ত ফেরা হলো না। পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তার।

সে উপজেলার সরফভাটা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আসকার আলী রোডের দক্ষিণ পাশে গোলাপ শাহ মাজার সংলগ্ন দেপ্পোর বাড়ির প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিনের শিশু কন্যা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

তার স্বজন মোহাম্মদ আজাদ জানান, আনিকা বাড়ির পাশে খেলা করছিলো। সন্ধ্যার দিকে সবার অজান্তে সে পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। নিখোঁজের আধা ঘন্টার মধ্যে পুকুরে আনিকার নিথর দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুর খবরে মেয়েকে শেষ বারের মতো দেখতে প্রবাস থেকে ছুটে আসছেন পিতা আলাউদ্দিন৷ তিনি এলে আজ শুক্রবার সরফভাটা মীর আফাজ চৌধুরী জামে মসজিদ প্রকাশ দুইতলা জামে মসজিদ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে লাদাখের বিক্ষোভ-সহিংসতায় প্রাণহানি, কারগিলে পূর্ণ শাটডাউন