রাউজানে বেকারির কারখানায় অভিযান, জরিমানা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার গহিরা ২নম্বর ওয়ার্ডে এক বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার অভিযান পরিচালনা করেন রাউজানের সহকারি কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম।

জানা যায় বিএসটিই এর সনদ ছাড়া ওই কারখানাটি দীর্ঘ সময় ধরে পরিচালনা করে আসছিলেন হাসেম নামের জনৈক ব্যক্তি। এটি দেখাশুনার দায়িত্ব পালন করে আসছিলেন ফরহাদ নামের অপর একজন। স্থানীয়দের অভিযোগ এই কারখানায় রং মিশিয়ে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা হতো। সর্বশেষ স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে। ভ্রাম্যামান আদালত পরিচালনাকারী রিদোয়ানুল ইসলাম বলেন নোংরা পরিবেশে বেকারিজাত খাদ্য সামগ্রী উৎপাদন করার দায়ে একটি বেকারী কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করে এমন পরিবেশে খাদ্যসামগ্রী যেখানে তৈরী করবে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘মাইন্ডফুল ক্যানভাস’
পরবর্তী নিবন্ধসাইডার আন্তঃস্কুল বাংলা বিতর্ক প্রতিযোগিতা