রাউজানে বিয়ের আসর থেকে বর আটক

মাতলামির পর ভাঙচুর

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে মদ খেয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগে বিয়ের আসর থেকে বরসহ পাঁচজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে গতকাল শুক্রবার সকালে বরকনে ও কমিউনিটি সেন্টারের মালিকপক্ষের মধ্যে সমঝোতা হলে পুলিশ আটক পাঁচ ব্যক্তিকে ছেড়ে দেয়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করতে চায়নি পুলিশ ও কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজা : লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা, যুবক গ্রেপ্তার