রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আহ্বানে ব্যক্তি উদ্যোগে এলাকায় চারা রোপণ কর্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিনাজুরীর রাজিব চৌধুরী এক হাজার গাছের চারা রোপণ করেন রাস্তা ও মসজিদ-মন্দিরে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি এই কর্মসূচি শুরু করেন ইউনিয়নের দক্ষিণ পশ্চিম লেলাংগারা জামে মসজিদের পুকুর পাড়ে চারা লাগিয়ে। কর্মসূচির উদ্বোধন করেন সমাজ সেবক আবদুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আখতারুজ্জামান চৌধুরী, মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, মোহাম্মদ রফিক, কুতুব উদ্দিন রাজু প্রমুখ। এর আগে রাউজানের সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার গ্রামে গ্রামে চারা রোপন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন।