রাউজানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৪:৩৮ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গত ২৪ আগস্ট রাতে উরকিরচর ইউনিয়নের মইশকরম জিয়াবাজার এলাকায় পুলিশ অভিযানে যায়। খবর ছিল ওই এলাকার করিমুল হুদার কুলিং কর্নারে অস্ত্র নিয়ে বসে আছে এক সন্ত্রাসী। রাত সাড়ে আটটার দিকে সেখানে পুলিশ উপস্থিত হলে অস্ত্রধারী দোকানের পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার কোমর থেকে অস্ত্র গুলি পড়ে যায়। পুলিশ এসময় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করে। পুলিশের দাবি পালিয়ে যাওয়া সন্ত্রাসীকে আটকের চেষ্টা করলেও রাতের অন্ধকারে সম্ভব হয়নি। পুলিশের দেয়া তথ্যানুসারে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়া সন্ত্রাসীর নাম আল আমিন। তিনি ওই এলাকায় শেখ জহির কোম্পানির কলোনির ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, আল আমিন তার বাবা করিমুল হুদার সাথে কুলিং কর্নার করতেন। পাশাপাশি সিএনজিচালিত টেঙি চলান। তাদের বাড়ি নোয়াখালী বলে স্থানীয়রা জানিয়েছে।

ওসি বলেন, পলাতক আল আমিনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, মিশনের ব্যাখ্যা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে শিশুকে ধর্ষণ-হত্যা, টেকনাফের যুবকের মৃত্যুদণ্ড